Friday, April 11 2025

Header Ads

Breaking News
recent

সিম্ফনি z42 দাম কত বাংলাদেশে | Symphony Z42 Price in Bangladesh 2023

সিম্ফনি z42 দাম কত বাংলাদেশে - আজকের এ ব্লক পোষ্টের মাধ্যমে আপনাদের জন্য খুব ভালো একটি ফোন নিয়ে আলোচনা করব যে ফোনটির নাম হল সিম্ফনি z42 ফোনটি মার্কেট থেকে কিনতে চান তাহলে আমার এই ব্লক পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন। আপনি পড়লে বুঝতে পারবেন যে সিম্ফনি z42 বর্তমান বাজার মূল্য কত এবং আরও জানতে পারবেন সিম্ফনি z42 ফোনটি আপনার জন্য কিনা উচিত হবে কিনা বিস্তারিত মোবাইলটির সম্বন্ধে জানতে পারবেন।

Symphony Z42 Price in Bangladesh
Symphony Z42 Price in Bangladesh

সিম্ফনি z42 মোবাইলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দাম এবং ছবি নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আপনি যদি ১৭ হাজার টাকার মধ্যে একটি সিম্ফনি z42 মোবাইল খোঁজ করছেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে।আপনারা যারা এই মোবাইল ফোনটি কিনবেন তারা প্রত্যেকেই সিম্ফনি z42 ফোনটি মার্কেট থেকে যাচাই করে অরিজিনাল মোবাইল ফোনটি কেনার চেষ্টা করবেন কারণ হলো অনেক দোকানদার আছে আপনাকে সিম্ফনি z42 মোবাইল কপি ভার্সনের ভিতর দিয়ে দিবে আবার অনেক দোকানদার আছে সে কিনা আল্লাহকে ভয় করে এবং সেই দোকানদার আপনাকে অরিজিনাল সিম্ফনি z42 ফোন দিবে এবং দাম যদি একটু বেশীও নেয় তাহলে আপনাকে অরিজিনাল মোবাইল ফোনটি দেওয়ার চেষ্টা করবে আপনারা প্রত্যেকেই মোবাইল কিনার পূর্বে ইউটিউব থেকে ভালো করে একটি ভিডিও দেখে নিবেন এবং গুগলে সার্চ দিয়ে মোবাইল এর সর্বশেষ আপডেট দেখে নিবেন তাহলে আপনারা মোবাইল কিনলে লসে পড়বেন না।

সিম্ফনি z42 অপারেটিং সিস্টেম

সিম্ফনি z42 এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাথে রয়েছে এবং চিপসেট MediaTek Helio A20 (12 nm) আরো জিপিইউ আইএমজি জিই 8300


সিম্ফনি z42 ডিসপ্লে

মোবাইলটিতে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে সহ HD+ 1600 x 720 পিক্সেল (269 ppi) রেজুলেশন রয়েছে।

সিম্ফনি z42 ক্যামেরা

ছবি তোলার জন্য মোবাইলটির পিছনের ক্যামেরা রয়েছে ট্রিপল 13+0.8+0.8 মেগাপিক্সেল। মোবাইলটির ক্যামেরা সেটআপ অন্যান্য মোবাইল এর তুলনায় সুন্দর।

সিম্ফনি z42 সামনের ক্যামেরা ফিচারস:

সামনের ক্যামেরা দিয়ে আপনি এইচডি কোয়ালিটি ছবি তুলতে পারবেন এবং রাত্রের দিকে যদি আপনি ছবি তুলেন না হলেও এইচডি কোয়ালিটি তে ছবি তুলতে পারবেন। সবমিলিয়ে অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি ফোন হবে

মোবাইলটিতে ব্যাটারি এবং চার্জার সুবিদা রয়েছে

সিম্ফনি z42 মোবাইলটিতে ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে লিথিয়াম-পলিমার 5000 mAh শক্তিশালী ব্যাটারি। মোবাইলটির আরো ভালোর দিক হচ্ছে আপনি যদি একটানা গেম খেলেন তাহলে ৮ থেকে ১০ ঘন্টা গেইম খেলতে পারবেন। আর নরমাল হিসাবে ফোনটি যদি ব্যবহার করেন তাহলে দুই থেকে তিন দিনে চার্জ শেষ করতে পারবেন না।সিম্ফনি z42 মোবাইলটির মধ্যে আরেকটি মজার সুবিধা হলো যে আপনার ফোনে যদি চার্জ কমে যায় তাহলে আপনি সেই মডেলের অন্য একটি মোবাইল ফোন থেকে চার্জ দিতে পারবেন অর্থাৎ মোবাইল টু মোবাইল চার্জের ব্যবস্থা আছে

সিম্ফনি z42 মোবাইলটির স্টোরেজ

এই মোবাইল ফোনটি বাংলাদেশর বাজারে সব সময় পাওয়া যাবে।মোবাইলটির র‌্যাম হল ৩ জিবি এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মেমোরি।আপনার যদি মন চায় মাইক্রো এসডি-স্লটের, তাহলে আপনি আলাদা ভাবে বাড়িয়ে নিতে পারবেন।

সিম্ফনি z42 দাম কত বাংলাদেশে
সিম্ফনি z42 দাম কত বাংলাদেশে

সিম্ফনি z42 মোবাইলটির 3 কার্ড স্লট

সিম্ফনি z42 মোবাইলটির মাঝে পাওয়া যাবে একটি থ্রি কার্ড স্লট যেটির মাধ্যমে আপনি দুটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।থ্রি কার্ড স্লট মোবাইলে প্রবেশ করা বা বাহির করানোর জন্য থাকবে সুন্দর একটি ছোট পিন।

ওজন

লিথিয়াম-পলিমার 5000 mAh মোবাইলের ব্যাটারি সহ ফোনটির ওজন হতে পারে ২০২ গ্রাম হালকা ওজন তাকায় মোবাইলটি পকেটে নিয়ে ঘুরতে আপনার কোন সমস্যা হবে না

সিম্ফনি z42 মোবাইলটির সম্পূর্ণ স্পেসিফিকেশন:

দাম১০,৭৯৯ টাকা
কালারকালো, মধু শিশির সবুজ
ডিসপ্লে6.52 ইঞ্চি, HD+ 1600 x 720 পিক্সেল (269 ppi)
ক্যামেরাসামনে ৮ মেগাপিক্সেল ও পিছনে ট্রিপল 13+0.8+0.8 মেগাপিক্সেল ক্যামেরা।
র‌্যাম৩ জিবি
রম৩২ জিবি
প্রসেসরকোয়াড-কোর, 1.8 GHz
ব্যাটারিলিথিয়াম-পলিমার 5000 mAh
ফাস্ট চার্জিংনাই
ওজন202 গ্রাম
ফিঙ্গারপ্রিন্টপেছনে
আমাদের শেষ কথা
যে ভাইয়েরা সিম্ফনি z42 মোবাইল কিনতে চান তারা প্রত্যেকে সিম্ফনি z42 ফোনটি কিনার আগে গুগলে সার্চ দিয়ে সর্বশেষ মোবাইলের আপডেট দেখে নিবেন আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত পোস্টটি আপডেট নাও হতে পারে তাই আপনারা সিম্ফনি z42 ফোন কেনার আগে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট দেখে নিবেন।
Blogger দ্বারা পরিচালিত.